Krittim manush (কৃত্তিম মানুষ) - By Artcell- Lyrics

 
শিরোনামঃ কৃত্তিম মানুষ।
ব্যান্ডঃ আর্টসেল।
এ্যালবামঃ অন্যসময়।
গানের সময়সীমাঃ ৬:১৮।

কৃত্তিম মানুষ

কালো মেঘে ঘেরা পৃথিবীতে
কৈশোর বয়সেই
আমি শিখেছি নিজেকে
চিনতে
অন্যের দৃষ্টিতে

যাযাবর আমি পৃথিবীতে
মানুষের রূপ ধরে
আমি দেখেছি মানুষের হাতে
গড়তে দেবতারে

অন্যায় আর অবিচারের
কালিমা বুকে নিয়ে
আকাশ এখানে মাথা তুলে
দাঁড়াতে ভুলে গেছে

সব সকাল রাতেরই মাঝে
বিলীন হয় অবশেষে
মানুষ শুধু বেঁচে থাকে
অন্য মানুষের মাঝে

বিষাক্ত বাতাস
চারিদিকে আমাকে আঁকড়ে ধরে
আছে আমার আত্মবিশ্বাস
বাস্তবতার আঘাতে
ভেঙ্গে গেছে
স্বপ্নগুলো রাতের অন্ধকারে
চারিদিকে এখন শুধু
হাহাকার শুনি

আমাকে ছেড়ে গেছে চলে
আমার অতীত স্মৃতিগুলো
আমার দেহে আছে পড়ে
অপমানের শত চিহ্ন
এখনো আমি আছি বেঁচে
যেন কৃত্রিম মানুষ হয়ে
আমার চারিধারে জ্বলছে
আগুন
আমার জ্বালানো...


Title: Krittim Manush.
Band: Artcell.
Album: Onnoshomoy.
Duration: 6:18.

Krittim Manush

Kalo meghe ghera prithibite
Koishor boyoshei
Ami shikhechi nijeke
Chinte
Onner drishtite

Jajabor ami prithibite
Manosher rop dhore
Ami dekhechi manosher hate
Gorte debotare

Onnay ar obicharer 
Kalima boke niye
Akash ekhane matha tole
Darate volegeche.

Sob sokal rateri majhe 
Bilin hoy obosheshe
Manosh shodho beche thake
Onno manosher majhe

Bishakto batash
Charidike amake akre dhore
Bastobotar aghate
Venghe geche
Shopnogolo rater ondhokare
Charidike ekhon shodho 
Hahakar shoni.

Amake chere geche chole
Amar oti shmriti golo
Amar dehe ache pore
Opomaner shoto chinho
Ekhono ami achi beche 
Jeno krittim manush hoye
Amar charidike jolche 
Agon
Amar jalano.

Translation: 

Krittim Manush (Artificial human)


In a world surrounded by black clouds 
কালো মেঘে ঘেরা পৃথিবীতে

As a teenager
কৈশোর বয়সেই

I learned to recognize myself
আমি শিখেছি নিজেকে চিনতে

In the eyes of others
অন্যের দৃষ্টিতে
Nomad I am on earth
যাযাবর আমি পৃথিবীতে

In human form
মানুষের রূপ ধরে

I saw it in human hands
আমি দেখেছি মানুষের হাতে

God to build
গড়তে দেবতারে
Injustice and injustice
অন্যায় আর অবিচারের
Kalima with chest
কালিমা বুকে নিয়ে

The sky raises its head here
আকাশ এখানে মাথা তুলে

Forgot to stand
দাঁড়াতে ভুলে গেছে
All morning and night
সব সকাল রাতেরই মাঝে

Is finally dissolved
বিলীন হয় অবশেষে

People just survive
মানুষ শুধু বেঁচে থাকে

Among other people
অন্য মানুষের মাঝে
The poisonous air gripped me all around
বিষাক্ত বাতাস চারিদিকে আমাকে আঁকড়ে ধরে

There is my confidence in the blow of reality
আছে আমার আত্মবিশ্বাস বাস্তবতার আঘাতে

Dreams are broken in the darkness of night
ভেঙ্গে গেছে স্বপ্নগুলো রাতের অন্ধকারে

All around now I just hear wailing
চারিদিকে এখন শুধু হাহাকার শুনি
He left me
আমাকে ছেড়ে গেছে চলে
.
My past memories
আমার অতীত স্মৃতিগুলো

I have a fall in my body
আমার দেহে আছে পড়ে

Hundreds of insults
অপমানের শত চিহ্ন

I'm still alive
এখনো আমি আছি বেঁচে

As if to become an artificial human being
যেন কৃত্রিম মানুষ হয়ে

Fire is burning around me
আমার চারিধারে জ্বলছে আগুন

My burning ...
আমার জ্বালানো..

To request any song mail us on: wwlyricshub.cmo@gmail.com
















Post a Comment

0 Comments