শিরোনামঃ তোমাকে।ব্যান্ডঃ আর্টসেল।এ্যালবামঃ অনিকেত প্রান্তর।গানের সময়সীমাঃ ৩.৫৬
তোমাকে
তোমাকে আলো ভেবে……….
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা
নির্জনে
স্বপ্নগুলো
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা
নির্জনে
স্বপ্নগুলো
হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে
চেয়েছি ফিরে
তোমার আলোকে
তোমাকে যখনই চেয়েছি
স্বত্তার অন্তরালে
সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে
আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো
সীমা চারপাশে তোমাকে
ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে
তোমাকে…..
আপন আঁধারে….
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে আঁকা আয়নায়
মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি
এক
হাতড়ে ফিরি আলোর সিড়ি
তোমাকে যখনই চেয়েছি
স্বত্তার অন্তরালে
সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে
আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো
সীমা চারপাশে তোমাকে
ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে
তোমাকে আপন আঁধারে
তোমাকে…...
তোমাকে…….
তোমাকে যখনই চেয়েছি
স্বত্তার অন্তরালে
সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে
আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো
সীমা চারপাশে তোমাকে
ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে
তোমাকে…..
আপন আঁধারে….
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে আঁকা আয়নায়
মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি
এক
হাতড়ে ফিরি আলোর সিড়ি
তোমাকে যখনই চেয়েছি
স্বত্তার অন্তরালে
সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে
আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো
সীমা চারপাশে তোমাকে
ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে
তোমাকে আপন আঁধারে
তোমাকে…...
তোমাকে…….
Title: Tomake.
Band: Artcell.
Album: Oniket prantor.
Album: Oniket prantor.
Duration: 3.56
Tomake
Tomake alo vebe
Chokh cheye thekechi adhare
Nirob theke
Dekechi amar eka
Nirjone
Shwpno golo
Hariye fele
Ceyechi fire tomar aloke
Tomake jokhoni ceyechi
Shottar ontorale shongopone
Tokhoni jenechi alo hoye
Acho tomi amar adhare
Ar jokhoni vebechi badhbo-
Shima char pashe tomake ghire
Tokhoni felechi hariye tomake……
Apon adharee……..
Jekhane shorgo vashe….
Tomar amar akash shekhane
Onno ronge….
Aka aynai mrito jolchobi
Shei chobite….
Ondho kobi ami ek
Hatre firi….
Alor shiri
Tomake jokhoni ceyechi
Shottar ontorale
Shongopone….
Tokhoni jenechi alo hoye
Acho tomi amar adhare
Ar jokhoni vebechi badhbo
Shima char pashe tomake ghire
Tokhoni felechi hariye tomake…….
Apon adhare…….eeee
Tomakee…..
Tomake…
To request any song mail us on: wwlyricshub.cmo@gmail.com

0 Comments
If you have any questions please let us know "wwlyricshub.cmo@gmail.com" .